পরিচিতি
জাতিসংঘ কর্তৃক প্রনিত নীতিমালা অনুযায়ী পরিচালিত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন.এস.আই) কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন “হিউম্যান রাইটস্ ভয়েস”
স্থানঃ ওয়াপদা অফিস , মসজিদ মার্কেট-২য় তলা, কারবালা রোড, যশোর। মোবাঃ ০১৭১২-৬৯৮৯৪৯
প্রতিষ্ঠার তারিখঃ
০১-০৩-২০১০ইং
লক্ষ্য ও উদ্দেশ্যঃএই সংগঠনের লক্ষ্যে ও উদ্দেশ্য হলো সমাজ ব্যবস্থার সার্বিক উন্নয়নের মাধ্যমে, সমাজের সমস্যা, শোষন জুলুম,নৈতিক ও সাংস্কৃতিক অবক্ষয় থেকে মানবতার মুক্তি অর্জন।
মৌল কর্মনীতিঃসার্বিক বিষয়ে মানব সমস্যা সমাধানের প্রচেষ্টা চালানো।
মূল শ্লোগানঃসকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা।
মৌলিক কর্মসূচিঃমানব সমাজের কাছে মানুষের অধিকার তুলে ধরা। তাদের মধ্যে মানব অধিকার অর্জনে উৎসাহ সৃষ্টি করা। এবং বিধি-বিধান অনুসারে দায়িত্বানুভূতি জাগ্রত করা।
প্রশিক্ষণঃএই সংগঠনের অন্তর্ভূক্ত ব্যক্তিদেরকে রাষ্ট্রীয়, সামাজিক ও ধর্মীয় জ্ঞান প্রদান সে অনুযায়ী চরিত্র গঠন এবং মানবীয় গুনাবলীর বিকাশ সাধনের মাধ্যমে তাদের কে মানব সমাজের উন্নতির জন্য যোগ্য কর্মী হিসাবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া।
আন্দোলনঃরাষ্ট্রীয় আদের্শর ভিত্তিতে সমাজের সমস্যা সমাধানে ভূমিকা পালন এবং শোষণ, জুলুম, নৈতিক ও সাংস্কৃতিক অবক্ষয় থেকে মানবতার মুক্তির জন্য সমাজ উন্নয়নে জনমত গঠন ও আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা চালানো।